Andrew Kishore

পড়েনা চোখের পলক | Porena Chokher Polok | Lyrics

#Song: Porena Chokher Polok 
#Singer: Andrew Kishore 
#Movie: Praner Cheye Priyo 
#Lyrics - 

পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাবে পারবে নাকো

কাজল কালো ঐ দুটি চোখ
ও চোখে যাদু আছে
চোখের আড়াল হতে গেলেই
পড়ে যাই চোখের কাছে

গোলাপ রাঙা ঠোঁটে তোমার
মায়াবী মধুর হাসি
একটু হেসেই পরাতে পারো
হাজারো গলায় ফাঁসি
সবাই তোমায় চাইতে পারে
নিজেকে লুকিয়ে রাখো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাবে পারবে নাকো


রেশম নরম তোমার চুলে
একটু শীতল বাতাস
পাগল এ মন পাবার আশায়
করছে যেনো হুতাশ
পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার
অঙ্গে সোনার জোতি
একেই বলে অপরূপা
অপূর্ব রূপবতী
তোমায় নিয়ে অনেক বিপদ
এ বুকের মাঝে থাকে

Posted: Tuesday, July 11, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)