Mixed - Band
নীরবে | Nirobe - Metal Maze | Lyrics
আমি জানি না যে
কি এমন হারিয়েছে?
আমি বুঝি না যে
কেনো অশ্রু চোখে ভাসে
শুধু এইটুকু জানি
শুধু এইটুকু বুঝি
আমার হৃদয় পুড়েছে
মনের খাতায়
জমে থাকা স্মৃতির মাঝে
একাকি ঘুরেফিরে আজ নীরবে
কেনো ভালোবাসা
মায়াবি চাদরে জড়িয়ে
আমায় কোথায় হারালে
শুধু এইটুকু জানি
শুধু এইটুকু বুঝি
আমার হৃদয় পুড়েছে
Posted: Tuesday, July 11, 2017
কি এমন হারিয়েছে?
আমি বুঝি না যে
কেনো অশ্রু চোখে ভাসে
শুধু এইটুকু জানি
শুধু এইটুকু বুঝি
আমার হৃদয় পুড়েছে
মনের খাতায়
জমে থাকা স্মৃতির মাঝে
একাকি ঘুরেফিরে আজ নীরবে
কেনো ভালোবাসা
মায়াবি চাদরে জড়িয়ে
আমায় কোথায় হারালে
শুধু এইটুকু জানি
শুধু এইটুকু বুঝি
আমার হৃদয় পুড়েছে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)