Mixed - Band
পরিচয় | Porichoy - Prachir Band | Lyrics
এক মুঠো বন্দী আমরা
Posted: Tuesday, July 11, 2017
ছুট পেলেই স্বাধীন হবো আমরা
হও সাবধান সেই গতিতে
যেন নিয়ে না যায় কোন ক্ষতিতে
চিনিমিনি খেলো না জীবনের সাথে
বন্ধু তোমায় ঠেলবে জয়রথে
সেই জয়রথেই হবে ভয় এর পথ
সঙ্গী করে নেবে মৃত্যুর সাথে
হও সাবধান সেই গতিতে
যেন নিয়ে না যায় কোন ক্ষতিতে
চিনিমিনি খেলো না জীবনের সাথে
বন্ধু তোমায় ঠেলবে জয়রথে
সেই জয়রথেই হবে ভয় এর পথ
সঙ্গী করে নেবে মৃত্যুর সাথে
এ জিবন তুমি বাঁচবে নিজের মত
তবু স্বাধীন হবে যত ভালো মন্দ আছে তত
রেখোনা কোন পরিশ্রমের প্রত্যয়
যেন জয় হবে নিশ্চয়
তবু স্বাধীন হবে যত ভালো মন্দ আছে তত
রেখোনা কোন পরিশ্রমের প্রত্যয়
যেন জয় হবে নিশ্চয়
দেবে নতুন এক পরিচয়
গুরুজন যেন নিজেরি প্রিয়জন
পাশে থাকবে তোমার সারা জীবন
দেবে নতুন করে বাঁচার আলো
এসেছে দিন গুলো হবে ভালো
গুরুজন যেন নিজেরি প্রিয়জন
পাশে থাকবে তোমার সারা জীবন
দেবে নতুন করে বাঁচার আলো
এসেছে দিন গুলো হবে ভালো
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)