Mixed - Band
যখন নীরবে দূরে | Jokhon Nirob Dure - Shohor Band | Lyrics
যখন নীরবে দূরে দাঁড়াও এসে
যেখানে পথ বেঁকেছে
তোমার ছুঁতে চাওয়ার মূহুর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে গভীরে
আমিও ধেয়ে যাই কি নিবিঢ়ে
তুমি কি মরিচিকা না, ধ্রুবতারা
তোমার ছুঁতে চাওয়ার মূহুর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা…
যখন রোদেরই কণা ধানেরই শীষে
বিছিয়ে দেয় রোদ্দুর
তোমার ছুঁতে চাওয়ার মূহুর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে দিগন্তে
আমিও ধেয়ে যাই কি আনন্দে
তুমি কি, ভুলে যাওয়া কবিতারা…
তোমার ছুঁতে চাওয়ার মূহুর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা
তোমার ছুঁতে চাওয়ার মূহুর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা
কে জানে, কি আবেশে দিশাহারা…
Posted: Tuesday, July 11, 2017
যেখানে পথ বেঁকেছে
তোমার ছুঁতে চাওয়ার মূহুর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে গভীরে
আমিও ধেয়ে যাই কি নিবিঢ়ে
তুমি কি মরিচিকা না, ধ্রুবতারা
তোমার ছুঁতে চাওয়ার মূহুর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা…
যখন রোদেরই কণা ধানেরই শীষে
বিছিয়ে দেয় রোদ্দুর
তোমার ছুঁতে চাওয়ার মূহুর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে দিগন্তে
আমিও ধেয়ে যাই কি আনন্দে
তুমি কি, ভুলে যাওয়া কবিতারা…
তোমার ছুঁতে চাওয়ার মূহুর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা
তোমার ছুঁতে চাওয়ার মূহুর্তরা
কে জানে, কি আবেশে দিশাহারা
কে জানে, কি আবেশে দিশাহারা…
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
Awesome tumar bangla kobitar moto gan collection
ReplyDelete