- Bangla Movie Song -

অামি ছিলাম একা একা | Ami Chilam Eka Eka | Lyrics

"আমি ছিলাম একা একা"
ছবিঃ শ্বশুর বাড়ি জিন্দাবাদ
শিল্পীঃ উদিত নারায়ন ও শ্রীরাধা ব‍্যানার্জী


অামি ছিলাম একা একা
তোমার সাথে হল দেখা
দু'টি হৃদয় কাছে এলো
হঠাৎ আমার মনে হলো
ভালোবেসেছি ভালোবেসেছি

ঐ কপোলের টোল যদি পাই
আনমনে যদি আমি নিজেরে হারাই
কোন ক্ষতি নাই

ঐ আঁধারে হাসি যদি পাই
চিরতরে কান্নাকে যদি ভুলে যাই
কোন ক্ষতি নাই
হাজার বছর ধরে সাধনা করে
জনম জনম ধরে সাধনা করে
তোমাকে পেয়েছি

অামি ছিলাম একা একা
তোমার সাথে হল দেখা
দু'টি হৃদয় কাছে এলো
হঠাৎ আমার মনে হলো
ভালোবেসেছি ভালোবেসেছি

ঐ কপালের টিপ যদি পাই
জোনাকির মত যদি দ্বীপ জ্বেলে যাই
কোন ক্ষতি নাই

ঐ হৃদয়ের মিল যদি পাই
জীবনের গরমিল যদি পাই
কোন ক্ষতি নাই

তোমার ছবি একে আমার চোখে
তোমার স্বপ্ন একে আমার বুকে
ধন‍্য হয়েছি

অামি ছিলাম একা একা
তোমার সাথে হল দেখা
দু'টি হৃদয় কাছে এলো
হঠাৎ আমার মনে হলো
ভালোবেসেছি ভালোবেসেছি

Posted: Monday, July 10, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)