- Bangla Movie Song -
তুই যে আমার মিলনমালা | Tui Je Amar Milonmala | Lyrics
তুই যে আমার মিলনমালা রে বন্ধু পিরিতের
বর্শি সুতায় বেঁধে রাখি
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
হায় গো…দমে দমে তোরে ডাকি
তুই যে সুরুজ বন্ধু আমার আমি মেঘের কালো
নিশিরাতে তুই যে সোনা পূর্ণ চান্দের আলো
বুকের মাঝে তুই যে আমার
সুখের সোহাগ বাতি
প্রাণসজনী
দমে দমে তোরে ডাক
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
আমি ভ্রমর মধুমাসে তুই যে বনফুল
আমি জোয়ার প্রেমের গাঙে তুই যে তারি কূল
এপাড়ে ওপাড়ে বন্ধু তোরই যেন থাকি
প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
তুই যে আমার মিলনমালা রে বন্ধু পিরিতি
বর্শি সুতায় বেঁধে রাখি
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
হায় গো…দমে দমে তোরে ডাকি
Posted: Tuesday, July 11, 2017
বর্শি সুতায় বেঁধে রাখি
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
হায় গো…দমে দমে তোরে ডাকি
তুই যে সুরুজ বন্ধু আমার আমি মেঘের কালো
নিশিরাতে তুই যে সোনা পূর্ণ চান্দের আলো
বুকের মাঝে তুই যে আমার
সুখের সোহাগ বাতি
প্রাণসজনী
দমে দমে তোরে ডাক
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
আমি ভ্রমর মধুমাসে তুই যে বনফুল
আমি জোয়ার প্রেমের গাঙে তুই যে তারি কূল
এপাড়ে ওপাড়ে বন্ধু তোরই যেন থাকি
প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
তুই যে আমার মিলনমালা রে বন্ধু পিরিতি
বর্শি সুতায় বেঁধে রাখি
কান্দে পরান ভাসে দুই নয়ন প্রাণসজনী
দমে দমে তোরে ডাকি
হায় গো…দমে দমে তোরে ডাকি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)