- Bangla Movie Song -

এই মন তোমাকে দিলাম | Ei Mon Tomake Dilam - Sabina Yasmin | Lyrics

"এই মন তোমাকে দিলাম"
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
অ্যালবামঃ মানসী
বিভাগঃ ছায়াছবি
লিরিক্সঃ

এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম

তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম

বকুলের মালা শুকাবে
রেখে দেব তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো নাকো আমারই ছবি
আমি মিনতি করে গেলাম

ভালোবেসে আমি বার বার
তোমারি ও মনে হারাবো
এই জীবনে আমি যে তোমার
মরণেও তোমারই হব।
তুমি ভুলো না আমারও নাম

Posted: Tuesday, July 11, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

1 মন্তব্য(গুলি)