- Bangla Movie Song -
আমি একদিন তোমায় না দেখিলে | Ami Ekdin Tomay Na Dekhile | Lyrics
"আমি একদিন তোমায় না দেখিলে"
রুনা লায়লা & এন্ড্রু কিশোর
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে
প্রেমের ধরণ কেন গো এমন
কাছে না পেলে তোমায় লাগে যে কেমন
বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া
পাবে যে সুখ মিলনে
তুমি আমার সুখগো জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
ফুলের বাহার নদীর জোয়ার
রূপের মাধুরীতে আছে গো তোমার
তোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে
সেজেছি আজ ফাগুনে
তুমি আমার ফাগুন জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
Posted: Tuesday, July 11, 2017
রুনা লায়লা & এন্ড্রু কিশোর
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে
প্রেমের ধরণ কেন গো এমন
কাছে না পেলে তোমায় লাগে যে কেমন
বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া
পাবে যে সুখ মিলনে
তুমি আমার সুখগো জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
ফুলের বাহার নদীর জোয়ার
রূপের মাধুরীতে আছে গো তোমার
তোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে
সেজেছি আজ ফাগুনে
তুমি আমার ফাগুন জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)