BLACK
আমার পৃথিবী | Amar Prithibi - Black | Lyrics
#Song: Amar Prithibi
#Vocal: Tahsan / Jon
#Album: Amar Prithibi
#Band: Black
#Lyrics -
ছায়ারা সরে যাবে
জানি সুর্য উঠবে
মৃত সব গাছের পাতার নিচে
আগুন জ্বলবে
বুকের গভীরে নদী
কুয়াশা, কুয়াশা
পাথরের উপর বসে
দেখছি এ সবই
তাকিয়ে আছে মৃত্যুর এপাড়ে
জীবনের সুতীব্র উল্লাসে দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই
পায়ে পায়ে ফিরে, আসি আবার
নিভৃতে বুনি, দুঃখের গান
অনন্ত আগুনে পোড়ে, অনিদ্র চোখ
আমার বিবেক পোড়ে, সূর্যের নিচে
তাকিয়ে আছে মৃত্যুর এপাড়ে
জীবনের সুতীব্র উল্লাস দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই
Posted: Friday, July 28, 2017
জানি সুর্য উঠবে
মৃত সব গাছের পাতার নিচে
আগুন জ্বলবে
বুকের গভীরে নদী
কুয়াশা, কুয়াশা
পাথরের উপর বসে
দেখছি এ সবই
তাকিয়ে আছে মৃত্যুর এপাড়ে
জীবনের সুতীব্র উল্লাসে দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই
পায়ে পায়ে ফিরে, আসি আবার
নিভৃতে বুনি, দুঃখের গান
অনন্ত আগুনে পোড়ে, অনিদ্র চোখ
আমার বিবেক পোড়ে, সূর্যের নিচে
তাকিয়ে আছে মৃত্যুর এপাড়ে
জীবনের সুতীব্র উল্লাস দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)