BLACK
অপমিত | Opomito - Black | Lyrics
#Song: Opomito
#Vocal: Tahsan
#Album: Uthsober Por
#Band: Black
#Lyrics -
আমাকে খুঁজতে তুমি কোথায় যেতে চাও?
আমি বৃষ্টির মাঠে নগ্ন একা ভিজি
ডানা ঝাপটানো পাখির গন্ধে
আমার দু’পাশে বুনো ফুলের মৌতাত
আমার দু’চোখে গাড় কুয়াশার ঘোর
তবুও তোমার কাব্য দুহাতে ধরা
জলের স্রোতের পাশে ঘুমিয়ে পড়েছি আমি
পাতা ঝরে ঢেকে দিয়ে গেলো আমায়
তবুও খুঁজবে লোকালয়ে একা?
তুমি ওখানে পাবে না আমায়
একটি পাথর সরালেও পাবে তুমি
তোমার বুকের মাঝে আমায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)