BLACK
প্রাকৃতিক | Prakritik - Black | Lyrics
#Song: Prakritik
#Vocal: Tahsan
#Album: Uthsober Por
#Band: Black
#Lyrics -
বাতাসে ফুলের সৌরভ পাতা ঝরেছে
শীত আসবে বলে পৃথিবী ঘুমিয়ে পড়েছে
শীর্ণ নদীর বুকে আজও ওঠে ঢেউ
আমি ম্লান চোখে তাই চেয়ে চেয়ে দেখি
আকাশের নীল
শীত আসবে বলে পৃথিবী ঘুমিয়ে পড়েছে
শীর্ণ নদীর বুকে আজও ওঠে ঢেউ
আমি ম্লান চোখে তাই চেয়ে চেয়ে দেখি
আকাশের নীল
কখনও কি নিভে যেতে পারে?
পাখিরা হারাতে পারে
পাখিরা হারাতে পারে
পথের নির্দেশ কোন দিন?
এ পৃথিবী কখনও কি মানুষ হারাবে?
গভীর অন্ধকারে ডুবে যেতেও পারে!
এ পৃথিবী কখনও কি মানুষ হারাবে?
গভীর অন্ধকারে ডুবে যেতেও পারে!
বাতাসে ফুলের সৌরভ পাতা ঝরেছে
শীত আসবে বলে পৃথিবী ঘুমিয়ে পড়েছে
শীর্ণ নদীর বুকে আজও ওঠে ঢেউ
আমি ম্লান চোখে তাই চেয়ে চেয়ে দেখি
শীত আসবে বলে পৃথিবী ঘুমিয়ে পড়েছে
শীর্ণ নদীর বুকে আজও ওঠে ঢেউ
আমি ম্লান চোখে তাই চেয়ে চেয়ে দেখি
আকাশের নীল
কখনও কি নিভে যেতে পারে?
পাখিরা হারাতে পারে
পাখিরা হারাতে পারে
পথের নির্দেশ কোন দিন?
এ পৃথিবী কখনও কি মানুষ হারাবে?
গভীর অন্ধকারে ডুবে যেতেও পারে!
এ পৃথিবী কখনও কি মানুষ হারাবে?
গভীর অন্ধকারে ডুবে যেতেও পারে!
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)