- Bangla Movie Song -
আয়নাতে ঐ মুখ দেখবে যখন | Aynate Oi Mukh Dekhbe Jokhon | Lyrics
#Song: Aynate Oi Mukh Dekhbe Jokhon
#Singer: Mahmudunnobi #Lyric: K. G. Mostafa
#Music: Robin Ghosh
#Movie: Nacher Putul (1971)
#Label: Anupam
#Lyrics -
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে
মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে
হৃদয়ের কাছে সে রয় অলোকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে
জানিনা এখন তুমি কার কথা ভাবছো
আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো
তুমি কি তারে ভালোবাসবে
ধরা যদি দেয় সে একপলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে
Posted: Tuesday, July 11, 2017
- আয়নাতে ঐ মুখ দেখবে যখন | লিরিক্স -
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে
মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে
হৃদয়ের কাছে সে রয় অলোকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে
জানিনা এখন তুমি কার কথা ভাবছো
আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো
তুমি কি তারে ভালোবাসবে
ধরা যদি দেয় সে একপলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে
দেশ বিদেশের ভ্রমণ তথ্য, টেক নিউজ, মুভি রিভিউ, স্বাস্থ্য বিষয়ক বার্তা, পড়াশোনার আপডেট সহ যে কোন তথ্যমূলক নিউজ এর জন্য ভিজিট করুন: বাংলা তথ্য তালাশ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)