Tahsan
উৎস | Utsho - Tahsan | Lyrics
শূন্য শীতল নিস্তব্ধ পৃথিবীতে
একটি সূক্ষ্ম উষ্ণতা
বায়ুর সমতা দুলিয়ে
ভেসে আসে এক প্রশান্তি
শিহরণ জাগানো
এক সুস্বর ধ্বনি
কখনো বুঝতে পারবোনা
কখনও প্রকাশ হবে না
জানবো না সুরের উপলব্ধি
দিতে পারবোনা দৃঢ় প্রেরণা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)