ARBOVIRUS

ভেঙ্গে ফেলো | Venge Felo - Arbovirus | Lyrics

#Song: Venge Felo
#Album: Bishesh Droshtobyo
#Band: Arbovirus
#Lyrics-

ভেঙ্গে ফেলো সব
কাপুরুষের দল কালো আয়নার পিছে
বসে করে সমালোচনা
পরনির্ভর আত্মবিশ্বাস সান্ত্বনা দেয় তোদের
আর মিথ্যে অহংকার
যা দিয়ে গড়েছ অলংকার
ভুল ধরার সমাজ তোদের
উপড়ে ফেলার সময় আজ
পরগাছা মানুষের নির্লজ্জ ভিড়ে
আলো মুখ লুকায় সবসময়
আর পাঁচতারা ভিখিরির স্বতঃস্ফূর্ততায়
আটকে আসে মাটির শ্বাস
বিজ্ঞাপনের স্যুট পরা হকার টাকার গরম দেখায়
যেন সব কিনে নিয়েছে বিড়ি বেচা মুনাফায়

ভেঙ্গে ফেলো সব

দুমুখো সাপ রাজাকারের শির গুড়িয়ে দাও
ধর্ষক চোখ লালসার জিভ উপড়ে ফেলো
আধা সত্য মানপত্র পুড়িয়ে দাও
অকালপক্ব কিবোর্ড যোদ্ধার লাগামহীন মুখ
ভেঙ্গে ফেলো

আমাদেরই দোষ আগাছা উঠাইনি
আমাদেরই দোষ কাউকে থামাইনি
আমাদেরই দোষ, আমাদেরই দোষ এতদিন দাঁড়াইনি
পিঠ ঠেকে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে
নিন্দুকের দল শুনতে কি পাস
আমাদের পায়ের নিচে হাড় ভাঙ্গার শব্দ?
ভেঙ্গে ফেলো সব

Posted: Friday, July 28, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)