Mixed - Band

আশীর্বাদ | Ashirbad - ABC : Artcell | Black | Cryptic Fate | Lyrics

আবার জিগস সেই 'ছাড়পত্র' পেয়ে
'অনুশীলন' এর মাঝে রীতিমত
বাঁধা গত চেষ্টা এই দৃশ্য কল্প ভেবে
আমার 'প্রজন্মের' পরাহত অঙ্গীকার

কারো সাথে নেই আমরা
কারো পাশে নেই আমরা
নিজের জন্য গান লিখে
নিজেকেই খুঁজে ফিরে
সমাধির স্বাধ আমার

আজ আমি এখানে এক 'অন্য সময়ে'
'আমার পৃথিবী'তে 'উৎসবের পরে'
'শ্রেষ্ঠ' অনুভূতি দেই ছড়িয়ে

আরে রাস্তায় নেমে গেছি এক সাথে মোরা
আটঘাট বেঁধে পরিকল্পিত বিস্তৃত আক্রমণ
আগন্তুক নই অদেখা স্বর্গে আমি
চেনা দুঃখের মাঝে
ভুল জন্মের চেতনা
আমার অধিকার ছাড়বো না
নিজের জন্য গান লিখে
ঘুরে ফিরে নিজেকেই খুশি করে
সমাধির স্বাধ আমার

আজ আমি এখানে এক 'অন্য সময়ে'
'আমার পৃথিবী'তে 'উৎসবের পরে'
'শ্রেষ্ঠ' অনুভূতি দেই ছড়িয়ে

আমার পাশে এসে দাঁড়াবে
আমার পথের সঙ্গী হবে
আশীর্বাদের ছোঁয়ায় বেষ্টিত করো আমাদের
এই শ্বেত শুভ্রতায় আছি আমরা ক'জনে
এক সাথে মিলে মিশে

Posted: Friday, July 28, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

2 মন্তব্য(গুলি)

  1. অস্থির.....!
    এই গানের পেছনের "ইতিহাস" টা কি ভাই? বলতে পারবেন?

    ReplyDelete
    Replies
    1. ABC মানে হচ্ছে Artcell, Black, Cryptic Fate।

      ভোকালে আছে আর্টসেলের লিঙ্কন ভাই, ব্ল্যাকের জন ভাই/তাহসান, ক্রিপটিক ফেইটের সাকিব ভাই। যদিও বর্তমানে যতদূর জানি ABC আর নেই।

      আর গানের লিরিক্স চমৎকার একটা মিল আছে খেয়াল করলে বুঝতে পারবেন। দেখবেন লিরিক্সে এই তিন ব্যান্ডের নিজস্ব এ্যালবামগুলার নাম দিয়ে পুরো লিরিক্সটা লেখা। গান শোনার সময় এ্যালবামের নামগুলাও শুনতে পাবেন।

      Delete