FOSSILS
আরো একবার চলো ফিরে যাই | Aro Ekbar Cholo Fire Jai - Fossils | Lyrics
যেনো হয়ে গেছি আরো অচেনা
স্বপ্নেরা তবু খুজে যায়
জীবনের শেষ সীমানায়
আছে কি রাখা বাঁচার ঠিকানা
আরো একবার চলো ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কি হবে না ভেবে
আরো একবার হাতটা ছুঁয়ে দেখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবারো হারাবি নিজেকে
আরো একবার রাজি আমি
আমি রাজি ঝুঁকি নিতে
তোর চোখে উকি দিতে
সম্মোহনের আমন্ত্রনে
বেশি কথা থাক বলোনা
ঠেকে শেখা গেছে চলবোনা
পরিবর্তন এলোনা তবু মনে
স্বপ্নেরা তবু খুজে যায়
জীবনের শেষ সীমানায়
আছে কি রাখা বাঁচার ঠিকানা
আরো একবার চলো ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই
আকাশের হাতছানিতে সাড়া দিই
কি হবে না ভেবে
আরো একবার হাতটা ছুঁয়ে দেখ
আজও আমাদের ইচ্ছেগুলো এক
আমি জানি তুই আবার হারাবি নিজেকে...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)