FOSSILS

একলা ঘর | Ekla Ghor - Fosslis | Lyrics

এই আমার দেশ
আমার একলা থাকার অভ্যেস
আমি কিছুতেই ভাববো না তোমার কথা
বোবা টেলিফোনের পাশে বসে
তবু গভীর রাতের অগভীর সিনেমায়
যদি প্রেম চায় নাটুকে বিদায়
আমি আচ্ছন্ন হয়ে পরেছি আবার
দেখি চোখ ভিজে যায় কান্নায়

না না কাঁদছি না
তোমায় ভাবছি না
মনে পরছেনা তোমাকে
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি
সেই ফেলে আসা অতীতে
সেই ক্ষতিতে!

বন্ধুদের ভিড়েও একলা একলা
আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার
পাল্টাচ্ছে না এই অবস্থাটা
যদিও পাল্টে যাওয়াই দরকার
তোমার বাড়ির পথে চলছি আবার
দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়
জানালার কাছে তুমি দেখতে পাবে কি
নাকি ঝাপসাটা ঘোর বর্ষায়

না না যাচ্ছি না
কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সেই পথটাকে
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি
সেই ভুলে যাওয়া তোমাকে

সেই তোমাকে
না না কাঁদছি না
তোমায় ভাবছি না
মনে পরছেনা তোমাকে
তবু যাচ্ছি কি ফিরে যাচ্ছি কি
সেই ফেলে আসা অতীতে
না না যাচ্ছি না
কোথাও যাচ্ছি না
খুঁজে পাচ্ছি না সেই পথটাকে
তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি
সেই ভুলে যাওয়া তোমাকে
সেই তোমাকে

Posted: Monday, August 7, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)