Mixed - Band

হলুদ পাখি | Holud Pakhi - Cactus | Lyrics

#Song: Holud Pakhi
#Album: Cactus
#Band: Cactus
#Lyrics-

সেই যে হলুদ পাখি
বসে জামরুল গাছের ডালে
করতো ডাকাডাকি
আমার শৈশবের সকালে

একদিন গেল উড়ে
জানিনা কোন সুদুরে
ফিরবেনা.. সেকি ফিরবেনা
ফিরবেনা আর কোনদিন

বুড়ো মাঝির নৌকায়
বসে সারাটা দুপুর
যুবরাজের ঘোড়া
আর রাজকণ্যার নূপুর

চলে গেলো স্রোতে ভেসে
জানিনা কোন দূর দেশে
ফিরবেনা.. সেকি ফিরবেনা
ফিরবেনা আর কোন দিন

ভাঙা মন্দিরেতে
গুপ্ত ধনের খোঁজ
দূর সীমানায়
হাতছানি রোজ ভোর

হারালো সে সোনালী দিন
সবুজ ইচ্ছা স্বপ্ন রঙিন
ফিরবেনা..সে কি ফিরবেনা
ফিরবেনা আর কোন দিন

Posted: Monday, August 7, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)