Hridoy Khan
আড়াল | Aral - Hridoy Khan | Lyrics
আড়ালে থেকে কে যে ডেকে যায়
আরালে সে থেকে যায়
নিরলে সে ডেকে যায়
আমি সেই ডাকে যেন তোলপার
কোথায় সে নাই, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
কত যে মুখ উকি দিয়ে যায়
স্মৃতি জানালা দিয়ে
মিলিয়ে দেখি কোন সে ছবি
আমায় যায় ছুঁয়ে
আরালে সে থেকে যায়
নিরলে সে ডেকে যায়
আমি সেই ডাকে যেন তোলপার
একলা এই এ মনটা আমার
আবেগ উদাশী গগন
দাওনা দেখা আরালে
একা থাকা প্রিয়জন
আরালে সে থেকে যায়
নীরালে সে ডেকে যায়
আমি সেই ডাকে যেন তোলপার
কোথায় সে হায়, কোথায় সে নাই
Posted: Tuesday, August 1, 2017
আরালে সে থেকে যায়
নিরলে সে ডেকে যায়
আমি সেই ডাকে যেন তোলপার
কোথায় সে নাই, কোথাও সে নাই
কোথায় সে হায়, কোথাও সে নাই
কত যে মুখ উকি দিয়ে যায়
স্মৃতি জানালা দিয়ে
মিলিয়ে দেখি কোন সে ছবি
আমায় যায় ছুঁয়ে
আরালে সে থেকে যায়
নিরলে সে ডেকে যায়
আমি সেই ডাকে যেন তোলপার
একলা এই এ মনটা আমার
আবেগ উদাশী গগন
দাওনা দেখা আরালে
একা থাকা প্রিয়জন
আরালে সে থেকে যায়
নীরালে সে ডেকে যায়
আমি সেই ডাকে যেন তোলপার
কোথায় সে হায়, কোথায় সে নাই
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)