Hridoy Khan
ভালো লাগে না | Valo Lage Na - Hridoy Khan | Lyrics
এমন কেনো খেলো আমায় নিয়ে
পেয়ে হারাবার ব্যাথা যাও কেনো দিয়ে
জীবন যেন খেলছে নিঠুর খেলা
ভালোবাসা যায় ডেকে অবহেলায় হায়
কেনো এভাবে কাদাও
যেনো, ভালোবাসা কোনো
হাসি খেলা পুরোনো, ভালো লাগে না
অবেলায় না বলা আবেগে জরিয়ে
এ মনে একেছি কত ডেকেছি যে তোমায়
অসহায় এ ভাষা গেছে যে হারিয়ে...
বুঝো কি সে কথা না বলা ব্যাথা সেই আমার
অবহেলার এ চাদরে, ভালোবাসার আদর..
রেখেছ যে আরাল করে, কেনো..
কেনো এভাবে কাদাও
যেনো, ভালোবাসা কোনো
হাসি খেলা পুরোনো, ভালো লাগে না
যে ভুলে গেছ যে আমাকে ভুলে
সে ভুল বুঝবেই আমাকে খুজবেই আবার
যে মায়ার ছায়াতে ঘিরে যে ছিলে
সে মায় টানবেই ফিরিয়ে আনবেই তোমায়
অবহেলার এ চাদরে, ভালোবাসার আদর..
রেখেছ যে আরাল করে, কেন..
এমন কেনো খেলো আমায় নিয়ে
পেয়ে হারাবার ব্যাথা যাও কেনো দিয়ে
জীবন যেন খেলছে নিঠুর খেলা
ভালোবাসা যায় ডেকে অবহেলায় হায়
কেনো এভাবে কাদাও
যেনো, ভালোবাসা কোনো
হাসি খেলা পুরোনো, ভালো লাগে না
Posted: Tuesday, August 1, 2017
পেয়ে হারাবার ব্যাথা যাও কেনো দিয়ে
জীবন যেন খেলছে নিঠুর খেলা
ভালোবাসা যায় ডেকে অবহেলায় হায়
কেনো এভাবে কাদাও
যেনো, ভালোবাসা কোনো
হাসি খেলা পুরোনো, ভালো লাগে না
অবেলায় না বলা আবেগে জরিয়ে
এ মনে একেছি কত ডেকেছি যে তোমায়
অসহায় এ ভাষা গেছে যে হারিয়ে...
বুঝো কি সে কথা না বলা ব্যাথা সেই আমার
অবহেলার এ চাদরে, ভালোবাসার আদর..
রেখেছ যে আরাল করে, কেনো..
কেনো এভাবে কাদাও
যেনো, ভালোবাসা কোনো
হাসি খেলা পুরোনো, ভালো লাগে না
যে ভুলে গেছ যে আমাকে ভুলে
সে ভুল বুঝবেই আমাকে খুজবেই আবার
যে মায়ার ছায়াতে ঘিরে যে ছিলে
সে মায় টানবেই ফিরিয়ে আনবেই তোমায়
অবহেলার এ চাদরে, ভালোবাসার আদর..
রেখেছ যে আরাল করে, কেন..
এমন কেনো খেলো আমায় নিয়ে
পেয়ে হারাবার ব্যাথা যাও কেনো দিয়ে
জীবন যেন খেলছে নিঠুর খেলা
ভালোবাসা যায় ডেকে অবহেলায় হায়
কেনো এভাবে কাদাও
যেনো, ভালোবাসা কোনো
হাসি খেলা পুরোনো, ভালো লাগে না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)