Hridoy Khan
ছুঁয়ে দাও আমায় | Chuye Dao Amay - Hridoy Khan | Lyrics
দৃষ্টির সীমানায়
মনের জানালায়
স্বপ্নের আঙ্গিনায় কেবলই তুমি হায়
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায়
ঝিকিমিকি তারা জ্বলা
রাতরির ইশারায়
তোমার দু'চোখে স্বপ্ন একে দেই
চাঁদ ঝরা জ্যোস্নারা
কানে কানে বলে যায় কোথাও
তোমার তুলনা যে নেই
রং ধনুর সাত রঙ্গা কল্পনারি ছোঁয়ায়
তোমায় তোমাকেই ফিরে ফিরে চায়
ভাবনারা দিশেহারা আনমনা দূর আশায়
তোমায় যদি কখনো হারায়
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায়
Posted: Monday, July 31, 2017
স্বপ্নের আঙ্গিনায় কেবলই তুমি হায়
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায়
ঝিকিমিকি তারা জ্বলা
রাতরির ইশারায়
তোমার দু'চোখে স্বপ্ন একে দেই
চাঁদ ঝরা জ্যোস্নারা
কানে কানে বলে যায় কোথাও
তোমার তুলনা যে নেই
রং ধনুর সাত রঙ্গা কল্পনারি ছোঁয়ায়
তোমায় তোমাকেই ফিরে ফিরে চায়
ভাবনারা দিশেহারা আনমনা দূর আশায়
তোমায় যদি কখনো হারায়
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)