Adhunik Bangla
খোলা চুলে হাওয়া হয়ে | Khola Chule Haoa Hoye - Abhijeet | Lyrics
#Song: Khola Chule Hawa Hoye
#Artist: Abhijeet Bhattacharya
#Album: Chai Chai Tumi Ami
খোলা চুলে হাওয়া হয়ে চুল সামলাতে দাও
উড়ো মনে ছোট ছোট ইচ্ছেগুলো উড়তে দাও
আমায় প্রেমের গান মনের গাইতে দাও
আজ মনের সাথে মিল যেতে তো দাও
দূরে ঠেলে দিও যত বাধা
শেষ করে অভিমানের পালা
জেনে নিও মনের ইচ্ছেটা
দুঃখ যত বুলিয়ে দাও
বৃষ্টিতে আজ হারিয়ে যাও
দু'হাতে ভালোবাসা উড়িয়ে দাও
এই আগুনের শিখা
তুমি বাড়িয়ে দাও
চারিদিকে যে তোমারি নেশা
ভালোবাসার কি যে মিলামেশা
তোমারি নামে এই সন্ধ্যে লেখা
আচলটাকে উড়তে দিও
চোখে চোখে মিলতে দিও
দিশা মন বুঝে নিও
এতটুকু হলেও তুমি বুঝে নিও
Posted: Saturday, July 29, 2017
#Artist: Abhijeet Bhattacharya
#Album: Chai Chai Tumi Ami
খোলা চুলে হাওয়া হয়ে চুল সামলাতে দাও
উড়ো মনে ছোট ছোট ইচ্ছেগুলো উড়তে দাও
আমায় প্রেমের গান মনের গাইতে দাও
আজ মনের সাথে মিল যেতে তো দাও
দূরে ঠেলে দিও যত বাধা
শেষ করে অভিমানের পালা
জেনে নিও মনের ইচ্ছেটা
দুঃখ যত বুলিয়ে দাও
বৃষ্টিতে আজ হারিয়ে যাও
দু'হাতে ভালোবাসা উড়িয়ে দাও
এই আগুনের শিখা
তুমি বাড়িয়ে দাও
চারিদিকে যে তোমারি নেশা
ভালোবাসার কি যে মিলামেশা
তোমারি নামে এই সন্ধ্যে লেখা
আচলটাকে উড়তে দিও
চোখে চোখে মিলতে দিও
দিশা মন বুঝে নিও
এতটুকু হলেও তুমি বুঝে নিও
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)