- Bangla Movie Song -
আহারে জীবন | Ahare Jibon - Chirkut | Doob | Lyrics
কার্নিশে ভুল অবেলা বকুল
থাকো ছুঁয়ে একুল ওকুল
থাকো ছুঁয়ে শহুরে বাতাস
ছুঁয়ে থাকো নিয়ন আকাশ
আবছায়া চলে যায় হিজলের দিনথাকো ছুঁয়ে একুল ওকুল
থাকো ছুঁয়ে শহুরে বাতাস
ছুঁয়ে থাকো নিয়ন আকাশ
অভিমান জমে জমে আমি ব্যথাহীন
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন
আহা পারতাম, যদি পারতাম
আঙুলগুলো ছুঁয়ে থাকতাম
বিষাদেরই জাল টালমাটাল
এ কোন দেয়াল, এ কোন আড়াল
ছাই হয় গোধূলি কারে যে বলি
এ কোন শ্রাবণ আজ বয়ে চলি
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন
আহা সংশয়, যা হবার হয়
বোঝেনা হৃদয় কত অপচয়
কংক্রিট মন মিছে আলাপন
বিসর্জনে ক্লান্ত ভীষণ
মেঘে মেঘে জমে আজ বেদনার বাঁধ
ঢেউয়ে ঢেউয়ে থেকে থেকে জলের নিনাদ
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম যেমন
আহারে জীবন, আহা জীবন
জলে ভাসা পদ্ম জীবন
Post By: FarhaN Fahidur Rahim
2 মন্তব্য(গুলি)
আহারে জীবন...অসাধারণ গান ,অসাধারণ লিরিক।।♥
ReplyDeletefarhan tui joss, google e bangla lyrics search korle 1st e tor eta ashe <3
ReplyDelete