Kolkata Movie Song
Mon Jake Khuje | মন যাকে খুঁজে - Hero | Lyrics
মন যাকে খুঁজে
স্বপ্নের জাগরনে
জানি আজ নয় কাল
দেখা হবে দুজনে
চলার পথে পথে
দু'চোখের ইশারাতে
এই মন কাকে খোঁজে
হৃদয়ে লুকোনো
এ মনে সাজানো
যত কথা হয়নি বলা
স্বপ্ন দেখা সেই স্বপ্নপরীর সাথে
কবে হবে পথচলা
চলার পথে পথে
দু'চোখের ইশারাতে
এই মন কাকে খোঁজে
বুঝিনা কেনো তার এই লুকোচুরি
কেনো তার এতো ছলনা
মন আশায় দোলে
তার আশায় আশায়
তবুও সে তো ধরা দিল না
Posted: Monday, October 2, 2017
স্বপ্নের জাগরনে
জানি আজ নয় কাল
দেখা হবে দুজনে
চলার পথে পথে
দু'চোখের ইশারাতে
এই মন কাকে খোঁজে
হৃদয়ে লুকোনো
এ মনে সাজানো
যত কথা হয়নি বলা
স্বপ্ন দেখা সেই স্বপ্নপরীর সাথে
কবে হবে পথচলা
চলার পথে পথে
দু'চোখের ইশারাতে
এই মন কাকে খোঁজে
বুঝিনা কেনো তার এই লুকোচুরি
কেনো তার এতো ছলনা
মন আশায় দোলে
তার আশায় আশায়
তবুও সে তো ধরা দিল না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)