THE TREE

নতুন সময় | Notun Shomoy - The Tree | Lyrics

স্তব্ধ সকাল আগের মত
আমার ভেতর নিরব থাকে
এক মুঠো আকাশ স্থির থাকে
জানালার বাইরে ওপারে
অজস্র বাতাস বইতে থাকে
আমার ভেতর মুছে দেয়
সব ক্লান্তি অতীত গ্লানি
আবার তোমায় ফিরে দেখা

প্রতিটি নির্ঘুম রাত শেষে
আমার দেখা ভোর
নতুন করে সেখায়
বেঁচে থাকা ব্যাস্ত শহর

আঁকা আঁকা ছবিগুলো উড়ে যায় ভেসে
স্তব্ধ আমি চেয়ে থাকি দিগন্তের শেষে
বুঝিনা কোন আবেগ আমার দরজায়
বন্ধ সময় আমায় বলে
চেয়ে দেখো নতুন আলোয়

প্রতিটি নির্ঘুম রাত শেষে
আমার দেখা ভোর
নতুন করে সেখায়
বেঁচে থাকা ব্যাস্ত শহর

Posted: Monday, October 23, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)