THE TREE
শেকড়ের খোজে | Shekorer Khoje - The Tree | Lyrics
সারি সারি গাছের আড়ালে
এক টুকরো আকাশ এসে
মুঠোয় ভরে স্বপ্ন দেখায় আমাদের
আমরা যতই ভিন্ন মানুষ
বেজে উঠি একই সুরে
যাত্রী আমরা একই পথ চলার
জানিনা কোথায় যাবো
আর হারাবো কোথায়
তবু শেকড় জুড়ে
বেঁড়ে উঠার শপথ
রঙের মত সবুজের কাছে
হাসি কান্নার উৎস খুঁজি
অনেক গান আরও গানের মাঝে
ভেসে যাওয়ার স্বপ্ন দেখি
উচ্ছ্বাস আর আনন্দ সবি বাড়তে থেকে
গান বানাই বা স্বপ্ন সবি জেগে থাকে
যত সময় গড়ায় রাত্রি নামি
শেকড়ের খোঁজে
বদলানোর নিয়ম যদি সত্যি হয়
তবে হারিয়ে যেতে আর ভয় নেই
শেকড় হাতে ফিরবো আবার
বেঁড়ে উঠার এই শপথ মিথ্যে হবে না
Posted: Monday, October 23, 2017
এক টুকরো আকাশ এসে
মুঠোয় ভরে স্বপ্ন দেখায় আমাদের
আমরা যতই ভিন্ন মানুষ
বেজে উঠি একই সুরে
যাত্রী আমরা একই পথ চলার
জানিনা কোথায় যাবো
আর হারাবো কোথায়
তবু শেকড় জুড়ে
বেঁড়ে উঠার শপথ
রঙের মত সবুজের কাছে
হাসি কান্নার উৎস খুঁজি
অনেক গান আরও গানের মাঝে
ভেসে যাওয়ার স্বপ্ন দেখি
উচ্ছ্বাস আর আনন্দ সবি বাড়তে থেকে
গান বানাই বা স্বপ্ন সবি জেগে থাকে
যত সময় গড়ায় রাত্রি নামি
শেকড়ের খোঁজে
বদলানোর নিয়ম যদি সত্যি হয়
তবে হারিয়ে যেতে আর ভয় নেই
শেকড় হাতে ফিরবো আবার
বেঁড়ে উঠার এই শপথ মিথ্যে হবে না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)