Kolkata Movie Song
আমি যে কে তোমার | Ami Je Ke Tomar - Armaan Malik | Lyrics
কেনো যে মন খারাপের
নেমেছে রাত পারাতে
বসেছি সব হারাতে
খুঁজে দাও খুঁজে দাও
যে পথে এগিয়েছে পা
সেও আমায় চিনে না
আমি তো ফিরে যেতে চাই
আমাকে ফিরিয়ে নাও
আমি যে কে তোমার তুমি তা বুঝো না
আমি চিরদিন তোমারি তো থাকবো
তোমাকেই রাত তোমাকেই ভোর
প্রতিদিন ফিরে ফিরে চাই
বলো কেনো এঁকে এঁকে যাই
তোমাকেই সুর তোমাকেই গান
না জানিয়ে লোক দেখা দিবে চোখ
বলোনা এ কেমন বাতাস
না পারিয়ে ঘুম হয়ে যাবে চুপ
তুমি কি এতই উদাস
আমি যে কে তোমার তুমি তা বুঝো না
আমি চিরদিন তোমারি তো থাকবো
Posted: Tuesday, October 24, 2017
নেমেছে রাত পারাতে
বসেছি সব হারাতে
খুঁজে দাও খুঁজে দাও
যে পথে এগিয়েছে পা
সেও আমায় চিনে না
আমি তো ফিরে যেতে চাই
আমাকে ফিরিয়ে নাও
আমি যে কে তোমার তুমি তা বুঝো না
আমি চিরদিন তোমারি তো থাকবো
তোমাকেই রাত তোমাকেই ভোর
প্রতিদিন ফিরে ফিরে চাই
বলো কেনো এঁকে এঁকে যাই
তোমাকেই সুর তোমাকেই গান
না জানিয়ে লোক দেখা দিবে চোখ
বলোনা এ কেমন বাতাস
না পারিয়ে ঘুম হয়ে যাবে চুপ
তুমি কি এতই উদাস
আমি যে কে তোমার তুমি তা বুঝো না
আমি চিরদিন তোমারি তো থাকবো
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)