THE TREE

ইচ্ছের আকাশ | Iccher Akash - The Tree | Lyrics

ইচ্ছের আকাশে এলোমেলো স্বপ্নেরা
ফিরে যাওয়ার আশায় মাতে
নেশার মত অবশ তুমি
আমার ভেতর জেগে থাকো
অথবা রাত আর নীল আলোয়
লিখে যাওয়া গান তোমার মাঝেই হারায়

বেঁচে থাকার মানে খুঁজে ফিরি
তুমি আর তোমার চোখে
যতই লিখি তোমার প্রলাপ শুধু
আমি জাগি একই ভাবে
অথবা রাত আর নীল আলোয়
লিখে যাওয়া গান তোমার মাঝেই হারায়

জানিনা আর তোমার মত তুমি
ফিরে দেখো অবিরাম আকাশ
এখনো কি হাসি তোমার ঠোঁটে
পুরনো আমার ক্যানভাস

Posted: Thursday, October 26, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)