THE TREE

শেষ চিরকুট আর অনুপ্রেরনা | Sesh Chirkut Ar Onuprerona | Lyrics

আর কত রাত জেগে চোখ মেলে স্বপ্ন দেখা
খোলা আকাশে তাকিয়ে অবিরাম
আর কত হতাশায় পথ হেঁটে জীবন দেখা
সবকিছুর হারানো ভয়

হয়তো শুধু আমি ভুল ছিলাম
দেখা হয়নি তোমাদের চোখ
হিসেব মিলবে হারিয়ে গেলে
যখন সব শুন্য হবে

লিখে গেলাম শেষ চিঠি
হারাবার আর নেই বাকি
আমায় না থাকায় বদলাবে না এপিঠ ওপিঠ
শুধু ভাবি মায়ের কথা
কান্নায় রোল শেষ হবে না
ক্ষমা চাওয়ার আর নেই কিছুই

হয়তো শুধু আমি ভুল ছিলাম
দেখা হয়নি তোমাদের চোখ
হিসেব মিলবে হারিয়ে গেলে
যখন সব শুন্য হবে

তুই চোখ খুলেই যে স্বপ্ন দেখিস
হাতের মুঠোয় জীবন রাখিস
এমন করে বাঁচে ক'জন
আকাশ তোর শেষ সীমানা
হারাবার তোর নেই কিছুই
এখন শুধু সামনে হেঁটে যা

জানিস না তুই স্বপ্ন দেখার
এত সাহস হয়না সবার
সময় আসবে সত্য হবি তাই
সবার চোখে জীবন দেখে
সস্তা হয়ে বেঁচে থেকে
পাবিনা স্বপ্নের দেখা 

Posted: Thursday, October 26, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)