Kolkata Movie Song
O Bondhu Tumi Ki Shunte Pao - ও বন্ধু তুমি শুনতে কি পাও - Sathi | Lyrics
ও বন্ধু তুমি শুনতে কি পাও
এ গান আমার ও এ গান আমার
ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার
এ গান আমার ও এ গান আমার
ও বন্ধু তুমি শুনতে কি পাও
এ গান আমার ও এ গান আমার
জানি না কোথায় আছো
তুমি কত দূরে
আমার এ মনের কথা
যায় ভেসে সুরে ও ও
যদি পার সামনে এসো
কাছে এসে ভালোবাসো
বুঝো নাকি ভালোবাসা করে হাহাকার
ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার
এ গান আমার ও এ গান আমার
ও বন্ধু তুমি শুনতে কি পাও
এ গান আমার ও এ গান আমার
কেনো এই লুকোচুরি
কি কারণে জানি না
কাছে যেতে চাই তবু কেনো
যেতে পারি না ও ও
বলনাকো কার ভুলেতে
দেখা তুমি চাও না দিতে
বলো কবে দু’টি মন হবে একাকার
ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার
এ গান আমার ও এ গান আমার
ও বন্ধু তুমি শুনতে কি পাও
এ গান আমার ও এ গান আমার
Posted: Monday, October 2, 2017
এ গান আমার ও এ গান আমার
ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার
এ গান আমার ও এ গান আমার
ও বন্ধু তুমি শুনতে কি পাও
এ গান আমার ও এ গান আমার
জানি না কোথায় আছো
তুমি কত দূরে
আমার এ মনের কথা
যায় ভেসে সুরে ও ও
যদি পার সামনে এসো
কাছে এসে ভালোবাসো
বুঝো নাকি ভালোবাসা করে হাহাকার
ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার
এ গান আমার ও এ গান আমার
ও বন্ধু তুমি শুনতে কি পাও
এ গান আমার ও এ গান আমার
কেনো এই লুকোচুরি
কি কারণে জানি না
কাছে যেতে চাই তবু কেনো
যেতে পারি না ও ও
বলনাকো কার ভুলেতে
দেখা তুমি চাও না দিতে
বলো কবে দু’টি মন হবে একাকার
ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার
এ গান আমার ও এ গান আমার
ও বন্ধু তুমি শুনতে কি পাও
এ গান আমার ও এ গান আমার
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)