Mixed - Band
অবশ প্রলাপ | Obosh Prolap - Stone | Lyrics
সময়টা আজ কেমন যেনো সবকিছু এলোমেলো
নীরব মনের অবশ প্রলাপ আমায় জাগালো
ধুসর আলোর শুন্য পথে অবাক হয়ে আমি তাকাই
স্থির বাস্তবতার মাঝে অতিত কেনো হারায়
যখন ভাবি দেখবো দূরের আকাশটাকে
থমকে দাঁড়াই মেঘের কান্না দেখে
তখন আমি তোমাই ভাবি আনমনে
ফেলে আসা সেই স্মৃতিগুলোকে
ভাংগা তুলিতে আঁকবো আমি আবার জল ছবি
নষ্ট আবেগ কেড়ে নেবে সব অনুভুতি
বিবর্তনের ধারায় থাকে নতুন দিনের সূচনা
ভোরের আলোয় মুখোশ পরে আমরা কেন অচেনা
কল্পনা সব দৃশ্যপটে আমি আজ স্বপ্ন ভোরে
ঝলসা আবেগ ক্লান্ত হয়ে কড়া নাড়ে
যখন ভাবি দেখবো দূরের আকাশটাকে
থমকে দাড়াই মেঘের কান্না দেখে
তখন আমি তোমায় ভাবি আনমনে
ফেলে আসা সেই স্মৃতিগুলোকে
Posted: Thursday, October 5, 2017
নীরব মনের অবশ প্রলাপ আমায় জাগালো
ধুসর আলোর শুন্য পথে অবাক হয়ে আমি তাকাই
স্থির বাস্তবতার মাঝে অতিত কেনো হারায়
যখন ভাবি দেখবো দূরের আকাশটাকে
থমকে দাঁড়াই মেঘের কান্না দেখে
তখন আমি তোমাই ভাবি আনমনে
ফেলে আসা সেই স্মৃতিগুলোকে
ভাংগা তুলিতে আঁকবো আমি আবার জল ছবি
নষ্ট আবেগ কেড়ে নেবে সব অনুভুতি
বিবর্তনের ধারায় থাকে নতুন দিনের সূচনা
ভোরের আলোয় মুখোশ পরে আমরা কেন অচেনা
কল্পনা সব দৃশ্যপটে আমি আজ স্বপ্ন ভোরে
ঝলসা আবেগ ক্লান্ত হয়ে কড়া নাড়ে
যখন ভাবি দেখবো দূরের আকাশটাকে
থমকে দাড়াই মেঘের কান্না দেখে
তখন আমি তোমায় ভাবি আনমনে
ফেলে আসা সেই স্মৃতিগুলোকে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)