Mixed Mp3 Songs
তুমি রোদেলা অরণ্যে | Tumi Rodela Oronne | Lyrics
তুমি রোদেলা অরণ্যে
যেনো এক মায়া হরিণ
তুমি তীব্র খরার পরেই
যেনো হৃদয় বৃষ্টি দিন
যাদুকরী এক ছোঁয়ায়
তুমি বদলে দেবে আমায়
আমি চোখ বুজে দেখি
তুমি এলে পায়ে পায়
ভাবিনি এত সহসায়
পূর্ণ হবো ভালোবাসায়
তুমি খুব চাওয়ার পরেই
যেনো হাসলে এক ঝলক
আমি চাইনা কিছুই তো আর
শুধু চেয়ে থাকি অপলক
অবাক এক প্রভায়
কাছে টেনেছো আমায়
আমি রই যে ভাষাহীন
সেই অদ্ভুত মমতায়
ভাবিনি এত সহসায়
পূর্ণ হবো ভালোবাসায়
তুমি সাত সাগর দূরে
যেনো চমকে দেওয়া কাহিনী
আমি ক্ষুদ্র প্রজা যে দেশের
তুমি সেই দেশের রানী
মিষ্টি সুখের আশায়
খুজে নেবে এই আমায়
আমি প্রাণপনে ভাবি
তুমি আমার সীমানায়
Posted: Thursday, October 5, 2017
যেনো এক মায়া হরিণ
তুমি তীব্র খরার পরেই
যেনো হৃদয় বৃষ্টি দিন
যাদুকরী এক ছোঁয়ায়
তুমি বদলে দেবে আমায়
আমি চোখ বুজে দেখি
তুমি এলে পায়ে পায়
ভাবিনি এত সহসায়
পূর্ণ হবো ভালোবাসায়
তুমি খুব চাওয়ার পরেই
যেনো হাসলে এক ঝলক
আমি চাইনা কিছুই তো আর
শুধু চেয়ে থাকি অপলক
অবাক এক প্রভায়
কাছে টেনেছো আমায়
আমি রই যে ভাষাহীন
সেই অদ্ভুত মমতায়
ভাবিনি এত সহসায়
পূর্ণ হবো ভালোবাসায়
তুমি সাত সাগর দূরে
যেনো চমকে দেওয়া কাহিনী
আমি ক্ষুদ্র প্রজা যে দেশের
তুমি সেই দেশের রানী
মিষ্টি সুখের আশায়
খুজে নেবে এই আমায়
আমি প্রাণপনে ভাবি
তুমি আমার সীমানায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)