Lokayot Mixed Album
প্রতিফলন | Protifolon - dNA | Lyrics
নিস্তব্ধ আলোয় তোমার ভেতর খুঁজি
সারাটা জীবন ভুল চোখের পাতায়
আঁধারের কালো ছায়ায়
আয়নায় অচেনা মুখচ্ছবি
আজ ধিক্কার দেয় আমায়
সহচর নির্জনতা আমায়
মনে পড়ে নষ্ট অতীত
অচেনা সুখের ছবি
যেখানে ছিলে তুমি
মিথ্যে কল্পনার স্রোত হয়ে
প্রতিসময় স্বপ্ন জুড়ে মিছে হেয়ালি
ঘিরে আসে সব শূন্য চেতনার
অলিক হাতছানি
আয়নায় প্রতিসরিত আমি
সব কিছু জেনে বুঝে নিয়ে
প্রশ্নগুলো এখনো খুঁজি
ভুলে গিয়ে মিথ্যে মায়া
পথ খুঁজি অজানা পথে
এখানে এসে দাড়াই
সত্য বাস্তবতার আশায়
ভুলে গিয়ে মিথ্যে মায়া
পথ খুঁজি অজানা পথে
এখানে এসে দাড়াই
সত্য অচেনার ই আশায়
ফিরে আসে নষ্ট অতীত
অচেনা সুখের ছবি
এখানে এসে দাড়াই
সত্য বাস্তবতার আশায়
Posted: Wednesday, October 18, 2017
সারাটা জীবন ভুল চোখের পাতায়
আঁধারের কালো ছায়ায়
আয়নায় অচেনা মুখচ্ছবি
আজ ধিক্কার দেয় আমায়
সহচর নির্জনতা আমায়
মনে পড়ে নষ্ট অতীত
অচেনা সুখের ছবি
যেখানে ছিলে তুমি
মিথ্যে কল্পনার স্রোত হয়ে
প্রতিসময় স্বপ্ন জুড়ে মিছে হেয়ালি
ঘিরে আসে সব শূন্য চেতনার
অলিক হাতছানি
আয়নায় প্রতিসরিত আমি
সব কিছু জেনে বুঝে নিয়ে
প্রশ্নগুলো এখনো খুঁজি
ভুলে গিয়ে মিথ্যে মায়া
পথ খুঁজি অজানা পথে
এখানে এসে দাড়াই
সত্য বাস্তবতার আশায়
ভুলে গিয়ে মিথ্যে মায়া
পথ খুঁজি অজানা পথে
এখানে এসে দাড়াই
সত্য অচেনার ই আশায়
ফিরে আসে নষ্ট অতীত
অচেনা সুখের ছবি
এখানে এসে দাড়াই
সত্য বাস্তবতার আশায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)