AURTHOHIN
বয়স | Boyosh - Aurthohin | Lyrics
বয়স তোমার শৈশব ছেলে
সুন্দর এই সকাল
ধুলোয় তোমার বালুর রাজ্য
ভুল শব্দ গান
পকেটে তোমার ভাংতি পয়সা
মনের ইচ্ছা লজেন্স
তোমার জীবন মিষ্টি বড়
স্বপ্ন আজব দেশ
বয়স তোমার কৈশর ছেলে
ছায়া তোমার বিকাল
আকাশ তোমার ঘুড়ির রাজ্য
চেনা সুর গান
পাঁচ তোমার ছেঁড়া টাকা
হাফ প্লেট ঝাল
তোমার জীবন টকে ভরা
চিঠি নীল লাল
তোমার সাথে বালুর রাজ্য
তোমার সাথে ঘুড়ি
তোমার সাথে চেনা সুর
তোমার সাথে চিঠি
তোমার কাছে গল্প বলা
তোমার কাছেই শুনি
তোমায় নিয়ে লেখা গানে
ফিরে ফিরে আসি
বয়স তোমার যৌবন ছেলে
গভীর তোমার রাত
অচেনা তোমার রাজ্য অর্থহীন গান
দু' হাত তোমার তোমার ভীষণ খালি
নোনতা বিস্কুট চা
তোমার জীবন এলোমেলো
মিথ্যে আশায় গড়া
তোমার সাথে বালুর রাজ্য
তোমার সাথে ঘুড়ি
তোমার সাথে চেনা সুর
তোমার সাথে চিঠি
তোমার কাছে গল্প বলা
তোমার কাছেই শুনি
তোমায় নিয়ে লেখা গানে
ফিরে ফিরে আসি
তোমায় আমি চিনি ছেলে
অনেকে দিনের চেনা
তোমার সাথে শেষ রাত্রি
আর হবে না দেখা
Posted: Wednesday, October 18, 2017
সুন্দর এই সকাল
ধুলোয় তোমার বালুর রাজ্য
ভুল শব্দ গান
পকেটে তোমার ভাংতি পয়সা
মনের ইচ্ছা লজেন্স
তোমার জীবন মিষ্টি বড়
স্বপ্ন আজব দেশ
বয়স তোমার কৈশর ছেলে
ছায়া তোমার বিকাল
আকাশ তোমার ঘুড়ির রাজ্য
চেনা সুর গান
পাঁচ তোমার ছেঁড়া টাকা
হাফ প্লেট ঝাল
তোমার জীবন টকে ভরা
চিঠি নীল লাল
তোমার সাথে বালুর রাজ্য
তোমার সাথে ঘুড়ি
তোমার সাথে চেনা সুর
তোমার সাথে চিঠি
তোমার কাছে গল্প বলা
তোমার কাছেই শুনি
তোমায় নিয়ে লেখা গানে
ফিরে ফিরে আসি
বয়স তোমার যৌবন ছেলে
গভীর তোমার রাত
অচেনা তোমার রাজ্য অর্থহীন গান
দু' হাত তোমার তোমার ভীষণ খালি
নোনতা বিস্কুট চা
তোমার জীবন এলোমেলো
মিথ্যে আশায় গড়া
তোমার সাথে বালুর রাজ্য
তোমার সাথে ঘুড়ি
তোমার সাথে চেনা সুর
তোমার সাথে চিঠি
তোমার কাছে গল্প বলা
তোমার কাছেই শুনি
তোমায় নিয়ে লেখা গানে
ফিরে ফিরে আসি
তোমায় আমি চিনি ছেলে
অনেকে দিনের চেনা
তোমার সাথে শেষ রাত্রি
আর হবে না দেখা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)