BLACK
শোকার্ত উপকূল | Shokarto Upokul - Black | Lyrics
#Song: Shokarto Upokul
#Vocal: Jon
#Album: Agontuk 2 [Mixed]
#Band: Black
#Lyrics -
শোকার্ত উপকূলে গাঢ় অন্ধকার
মাঝ রাতের চাঁদ ডুবে গেছে
তুমি অপেক্ষায় নেই জানি
তবুও কথার টানে এখানে এসেছি
আমি বৃষ্টির ভেতর দাঁড়িয়ে
তোমার শরীর বৃষ্টিতে ভিজছে
তোমাকে দেখতে পারছিনা কেনো
তোমাকে খুঁজে পাচ্ছি না কেনো?
তোমার আলোর পাশে আজ আমি নেই
তবে কি অন্য কেউ?
যদিও তোমার গান বুঝিনি কখনও
তবুও নিয়ত এর পাশে আমি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)