Mixed - Band
তোমায় ভেবে | Tomay Vebe - Crematicx | Lyrics
Album: Republic[Mixed Band]
রোদ্দুর হাসা সেই বিকেলে
আনমনে শুধু তোমায় ভেবে
নীরবে পৃথিবীকে না জানিয়ে
পৌঁছে যাই তোমার লেখা কবিতাতে
আর যদি যদি তুমি থাকতে পাশে
লিখে দিতাম তোমার ওই ঠোঁটে
নীরবে নিভৃতে
আমার এই গানটাকে
হিমেল হাওয়া আনমন এই সন্ধাতে
শুধু তোমায় ভেবে
পৌঁছে যাই সোজা ওই মেঘের মাঝে
ভেসে বেড়াই অনেক দূর আকাশে
বৃষ্টি ঝরা রাতের বেলাতে
শুধু তুমি আমার পাশে
অবাধ্য আমি তোমার হাত ধরে
ভিজে যাই ওই বৃষ্টির মাঝে...
Posted: Wednesday, October 18, 2017
রোদ্দুর হাসা সেই বিকেলে
আনমনে শুধু তোমায় ভেবে
নীরবে পৃথিবীকে না জানিয়ে
পৌঁছে যাই তোমার লেখা কবিতাতে
আর যদি যদি তুমি থাকতে পাশে
লিখে দিতাম তোমার ওই ঠোঁটে
নীরবে নিভৃতে
আমার এই গানটাকে
হিমেল হাওয়া আনমন এই সন্ধাতে
শুধু তোমায় ভেবে
পৌঁছে যাই সোজা ওই মেঘের মাঝে
ভেসে বেড়াই অনেক দূর আকাশে
বৃষ্টি ঝরা রাতের বেলাতে
শুধু তুমি আমার পাশে
অবাধ্য আমি তোমার হাত ধরে
ভিজে যাই ওই বৃষ্টির মাঝে...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)