Tahsan
ছায়ার শরীর | Chayar Shorir - Tahsan | Lyrics
#Song: Chayar Shorir
#Artist: Tahsan
#Album: Krittodasher Nirban (2005)
ছায়ার শরীরে কোন চিহ্ন আঁকা থাকে
অন্ধকার এতসব পেতে পারে না
নিজস্ব প্রতিবিম্বের কাছে হাত পেতে ক্লান্ত
দু’চোখে অনিঃশেষ ঘুম
ব্যাথায় ফেলেছি ধুয়ে কোন এক কামনার বীজ
একটি পালক উড়ে ছুঁয়েছে কাউকে, দেখিনি
এমন স্পর্শ যা মনে নেই, দিয়েছে চাদর
সে আঁধারে হারিয়েছে সব জোছনা
পাহাড়ের ওপাড়ে অনাঘ্রাতা নদী
সেই জলে ভেসেছে কিছু বুন্তছাড়া ফুল
কোথায় হারাবে সব এইতো মোহনা
মাঝে মাঝে চেতনার বীজ
Posted: Thursday, October 19, 2017
অন্ধকার এতসব পেতে পারে না
নিজস্ব প্রতিবিম্বের কাছে হাত পেতে ক্লান্ত
দু’চোখে অনিঃশেষ ঘুম
ব্যাথায় ফেলেছি ধুয়ে কোন এক কামনার বীজ
একটি পালক উড়ে ছুঁয়েছে কাউকে, দেখিনি
এমন স্পর্শ যা মনে নেই, দিয়েছে চাদর
সে আঁধারে হারিয়েছে সব জোছনা
পাহাড়ের ওপাড়ে অনাঘ্রাতা নদী
সেই জলে ভেসেছে কিছু বুন্তছাড়া ফুল
কোথায় হারাবে সব এইতো মোহনা
মাঝে মাঝে চেতনার বীজ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)