- Bangla Movie Song -
টুপ টাপ | Tup Tap - Arijit Singh & Somlata | Lyrics
Movie: Dhaka Attack
টুপ টাপ গুপ চুপ চাপ
টুপ টাপ গুপ চুপ চাপ
আমি জানি একা নদী
অভিমানী তার চোখ
সাবধানে থাকি যদি
কথা হয় নাই হোক
পারি না... ছাড়ি না...
এ বোবা ঠোঁটে থাক
ঘুম ঘুম মরসুম
ঘুম ঘুম এই মরসুম
আমি ঝড়িয়ে থাকি ছাতা
গায়ে লেগে ডাক নাম
বাজে ছড়িয়ে ফেলি ছাতা
গায়ে লেগে ডাক নাম
মুঠোর বাগান
পারি না... ছাড়ি না...
এ বোবা ঠোঁটে থাক
চাই না কোন এই খুচরো জমানো
আমাদের ফেলে আসা ভুল
অজানা কত অশ্রু যত
হয় অবুজ আঙুলে আঙুল
আমি ঝড়িয়ে থাকি ছাতা
গায়ে লেগে ডাক নাম
বাজে ছড়িয়ে ফেলি ছাতা
গায়ে লেগে ডাক নাম
মুঠোর বাগান
পারি না... ছাড়ি না...
এ বোবা ঠোঁটে থাক
Posted: Tuesday, October 10, 2017
টুপ টাপ গুপ চুপ চাপ
টুপ টাপ গুপ চুপ চাপ
আমি জানি একা নদী
অভিমানী তার চোখ
সাবধানে থাকি যদি
কথা হয় নাই হোক
পারি না... ছাড়ি না...
এ বোবা ঠোঁটে থাক
ঘুম ঘুম মরসুম
ঘুম ঘুম এই মরসুম
আমি ঝড়িয়ে থাকি ছাতা
গায়ে লেগে ডাক নাম
বাজে ছড়িয়ে ফেলি ছাতা
গায়ে লেগে ডাক নাম
মুঠোর বাগান
পারি না... ছাড়ি না...
এ বোবা ঠোঁটে থাক
চাই না কোন এই খুচরো জমানো
আমাদের ফেলে আসা ভুল
অজানা কত অশ্রু যত
হয় অবুজ আঙুলে আঙুল
আমি ঝড়িয়ে থাকি ছাতা
গায়ে লেগে ডাক নাম
বাজে ছড়িয়ে ফেলি ছাতা
গায়ে লেগে ডাক নাম
মুঠোর বাগান
পারি না... ছাড়ি না...
এ বোবা ঠোঁটে থাক
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)