LRB | AB
এক আকাশের তারা | Ek Akasher Tara - LRB | Lyrics
এক আকাশের তারা তুই একা গুনিস নে
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
পুরো জোছনা তুই একা পোহাস নে
সঙ্গে নিস তুই মোরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
হৃদয় নায়ে চরবি যখন
বৈঠা দিসরে তুই মোরে
ভাসবো নাহয় দুজন মিলে
স্বপ্ন লোক যত সুখে সাগরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
দুঃখের বোঝা বইবি যখন
স্মরন করিস তুই মোরে
আসবো ছুটে তোর কাছে
যেখানে থাকি আমি যত দূরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
Posted: Wednesday, November 8, 2017
গুনতে দিস তুই কিছু মোরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
পুরো জোছনা তুই একা পোহাস নে
সঙ্গে নিস তুই মোরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
হৃদয় নায়ে চরবি যখন
বৈঠা দিসরে তুই মোরে
ভাসবো নাহয় দুজন মিলে
স্বপ্ন লোক যত সুখে সাগরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
দুঃখের বোঝা বইবি যখন
স্মরন করিস তুই মোরে
আসবো ছুটে তোর কাছে
যেখানে থাকি আমি যত দূরে
ওরে সব ভালো তুই একা বাসিস নে
একটু ভালোবাসতে দিস মোরে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)