Kishore Kumar
আশা ছিলো ভালবাসা ছিল | Asha Chilo Valobasha Chilo - Kishore Kumar | Lyrics
#Song: Asha Chilo Bhalobasha Chilo
#Artist: Kishore Kumar
#Composer: Shayamal Mitra
#Film: Ananda Ashram
#Lyrics -
আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই
এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে
আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই
আশা নেই, ভালোবাসা নেই
আজ আশা নেই, ভালোবাসা নেই
এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে
আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই
আশা নেই, ভালোবাসা নেই
আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই
আজ তুমি কতদূরে মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে
ফিরে চলে যায় যে সময় হায় একবার
তার যাওয়া আছে আশা নেই
আজ আশা নেই, ভালোবাসা নেই
আজ আশা নেই, ভালোবাসা নেই
আজ তুমি কতদূরে মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে
ফিরে চলে যায় যে সময় হায় একবার
তার যাওয়া আছে আশা নেই
আজ আশা নেই, ভালোবাসা নেই
আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই
Posted: Wednesday, November 15, 2017
আজ আশা নেই, ভালোবাসা নেই
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)