- Bangla Movie Song -

এক পলকে ভালোবেসে | Ek Poloke Valobeshe - Sultana Bibiana | Lyrics

Song: Ek Poloke Bhalobeshe
Singer: Kishore & Liza
Movie: SULTANA BIBIANA
Lyrics:

চুপিচুপি কিছু কথা বলতে এসে
হাটিহাটি পায়ে পথ চলতে এসে
কখন জানি দিলে হাতছানি
হয়ে গেলাম তোমার আমি
এক পলকে ভালোবেসে

মন জুড়ে সব যত অনুভব
তোমারি নামে রেখেছি
হৃদয় খাতায় প্রতিটি পাতায়
তোমারি ছবি একেছি

কখন জানি দিলে হাতছানি
হয়ে গেলাম তোমার আমি
এক পলকে ভালোবেসে

আনমনা সুখ জুড়ে নেয় বুক
যেই তুমি কাছে এলে
ঠিক বুঝে যায় আর আমি নাই
বাচবো তোমায় পেলে

কখন জানি দিলে হাতছানি
হয়ে গেলাম তোমার আমি
এক পলকে ভালোবেসে

Posted: Wednesday, November 8, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)