Kishore Kumar
তোমার বাড়ির সামনে দিয়ে | Tomar Barir Shamne Diye - Kishore Kumar | Lyrics
তোমার বাড়ির সামনে দিয়ে
আমার মরন যাত্রা যেদিন যাবে
মরন যাত্রা যেদিন যাবে
তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো
শেষ দেখাটা দেখতে পাবে
মরন যাত্রা যেদিন যাবে
আমায় দেখতে তোমায় দেয়নি যারা
জানবে না যে কেউ তো তারা
আমি পাথর চোখে দৃষ্টি দিয়ে
দেখব তোমায় বিভোর ভাবে
মরন যাত্রা যেদিন যাবে
তুমি ফুল ছুড়োনা উপর থেকে
একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস
আমার শিউরে জলা ধুপের ধোয়ায়
ওটাই হবে সুখের বাতাস
তুমি ফুল ছুড়না উপর থেকে
যদি নতুন কোন জন্ম থাকে
পাবো দুজন দুজনাকে
সেদিন নতুন হয়ে আসব কাছে
তখন তোমায় কে আটকাবে
মরন যাত্রা যেদিন যাবে
তোমার বাড়ির সামনে দিয়ে
আমার মরন যাত্রা যেদিন যাবে
মরন যাত্রা যেদিন যাবে
Posted: Friday, November 24, 2017
আমার মরন যাত্রা যেদিন যাবে
মরন যাত্রা যেদিন যাবে
তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো
শেষ দেখাটা দেখতে পাবে
মরন যাত্রা যেদিন যাবে
আমায় দেখতে তোমায় দেয়নি যারা
জানবে না যে কেউ তো তারা
আমি পাথর চোখে দৃষ্টি দিয়ে
দেখব তোমায় বিভোর ভাবে
মরন যাত্রা যেদিন যাবে
তুমি ফুল ছুড়োনা উপর থেকে
একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস
আমার শিউরে জলা ধুপের ধোয়ায়
ওটাই হবে সুখের বাতাস
তুমি ফুল ছুড়না উপর থেকে
যদি নতুন কোন জন্ম থাকে
পাবো দুজন দুজনাকে
সেদিন নতুন হয়ে আসব কাছে
তখন তোমায় কে আটকাবে
মরন যাত্রা যেদিন যাবে
তোমার বাড়ির সামনে দিয়ে
আমার মরন যাত্রা যেদিন যাবে
মরন যাত্রা যেদিন যাবে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)