Best Bangla Collection
আমি তোমার মন খুঁজি | Ami Tomar Mon Khuji | Lyrics
খুব রেগে গেলে বুঝি
আমি তোমার মন খুঁজি
হাতড়াতে হাতড়াতে পেয়ে যাব একদিন
এখন অনেক রাত আর রাগ করোনা
ঘুমাও সোনা
স্বপ্নে আসুক আলাদীন
আমি বিপর্যস্ত এক ভেতো প্রেমিকের আদল
মাসকাবারি বলতে পারো
বলতে পারো ঠোঙা
ছুঁড়ে ফেলে দাও ফুটপাতের কোণে কোণে
এখন ঘুমাও
দরকার ঘুমোনোর সোনা
ঘুমের ঔষধ খেওনা
ওটা আর কত খাবে
কপালে তোমার হাত রাখবো
ঘুম এসে যাবে
আমি বড্ড সাধারণ তোমার তুলনায়
তবু ভালোবাসি খুব তোমায় এভাবে
এইবার চোখ বুজো
আর কেঁদোনা তুমি
চোখ ফুলে যাবে কাল শুরু দিন প্রতিদিন
কাল বেরোতে হবে
আবার সব শুরু হবে
ঘুমাও সোনা
স্বপ্নে আসুক আলাদীন।
Posted: Friday, December 15, 2017
আমি তোমার মন খুঁজি
হাতড়াতে হাতড়াতে পেয়ে যাব একদিন
এখন অনেক রাত আর রাগ করোনা
ঘুমাও সোনা
স্বপ্নে আসুক আলাদীন
আমি বিপর্যস্ত এক ভেতো প্রেমিকের আদল
মাসকাবারি বলতে পারো
বলতে পারো ঠোঙা
ছুঁড়ে ফেলে দাও ফুটপাতের কোণে কোণে
এখন ঘুমাও
দরকার ঘুমোনোর সোনা
ঘুমের ঔষধ খেওনা
ওটা আর কত খাবে
কপালে তোমার হাত রাখবো
ঘুম এসে যাবে
আমি বড্ড সাধারণ তোমার তুলনায়
তবু ভালোবাসি খুব তোমায় এভাবে
এইবার চোখ বুজো
আর কেঁদোনা তুমি
চোখ ফুলে যাবে কাল শুরু দিন প্রতিদিন
কাল বেরোতে হবে
আবার সব শুরু হবে
ঘুমাও সোনা
স্বপ্নে আসুক আলাদীন।
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)