Hemanta Mukherjee
বসে আছি পথ চেয়ে | Boshe achi Potho Cheye - Hemanta Mukherjee | Lyrics
#Song: Boshe Achi Potho Cheye
#Artist: Hemanta Mukherjee
#Film: Shap Mochan
#Artist: Hemanta Mukherjee
#Film: Shap Mochan
#Lyrics -
বসে আছি পথ চেয়ে
ফাগুনেরও গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না, মন মানে না
বেদনার শতদলে
স্মৃতিরও সুরভি জ্বলে
নিশীথেরও মন বিনা
সুর জানে না
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু
তোমারি কথা
পাওয়া না পাওয়ার মাঝে
অচেনারও সুর বাজে
সুরভিত বিরহের মর্ম ব্যথা
তুমি ওগো তুমি মোরে
বেঁধেছ যে মায়া ডোরে
সে বাঁধনে দু’নয়নে ঘুম আসেনা
যত ভাবি ভুলে যাবো
মন মানে না, মন মানে না
Posted: Monday, December 18, 2017
বসে আছি পথ চেয়ে
ফাগুনেরও গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না, মন মানে না
বেদনার শতদলে
স্মৃতিরও সুরভি জ্বলে
নিশীথেরও মন বিনা
সুর জানে না
যত ভাবি ভুলে যাবো
মন মানে না
আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু
তোমারি কথা
পাওয়া না পাওয়ার মাঝে
অচেনারও সুর বাজে
সুরভিত বিরহের মর্ম ব্যথা
তুমি ওগো তুমি মোরে
বেঁধেছ যে মায়া ডোরে
সে বাঁধনে দু’নয়নে ঘুম আসেনা
যত ভাবি ভুলে যাবো
মন মানে না, মন মানে না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)