VIKINGS
দিন যত দুঃখ তত | Din Joto Dukkho Toto - Vikings | Lyrics
বলে দাও বলে দাও সুপ্ত যত বিষাদ
শুনে যাও শুনে যাও এ বোবা আর্তনাদ
বুঝে নাও বুঝে নাও কে এখন কোথায়
দেখে যাও দেখে যাও আমি কত অসহায়
দিন যত দুঃখ তত
ভালোবাসি শত শত
দিন যত দুঃখ তত
ভালোবাসি শত শত
ভুলে যাও ভুলে যাও অন্য কোন জীবন
ফিরে পাও ফিরে পাও সে উষ্ণ আলোড়ন
ভেবে নাও ভেবে নাও আমি সেই আশ্রয়
মেনে নাও নাও তুমি আজ অসহায়
দিন যত দুঃখ তত
ভালোবাসি শত শত
দিন যত দুঃখ তত
ভালোবাসি শত শত
যেতে দাও যেতে দাও স্তব্ধতার আড়ালে
কেড়ে নাও কেড়ে নাও সুখ নর্তকী সেজে
চলে যাও চলে যাও দিন রাত্রির সীমানায়
পেতে দাও পেতে দাও সুখ নিশ্বাস এবেলায়
ছুঁয়ে দাও ছুঁয়ে দাও রক্তাক্ত এ অদর
খুঁজে নাও খুঁজে নাও কামনার রং
ভেসে যাও ভেসে যাও বন্য এক সুখে
ছেঁড়ে দাও ছেঁড়ে দাও এ নষ্ট আমাকে
দিন যত দুঃখ তত
ভালোবাসি শত শত
দিন যত দুঃখ তত
ভালোবাসি শত শত
Posted: Saturday, December 2, 2017
শুনে যাও শুনে যাও এ বোবা আর্তনাদ
বুঝে নাও বুঝে নাও কে এখন কোথায়
দেখে যাও দেখে যাও আমি কত অসহায়
দিন যত দুঃখ তত
ভালোবাসি শত শত
দিন যত দুঃখ তত
ভালোবাসি শত শত
ভুলে যাও ভুলে যাও অন্য কোন জীবন
ফিরে পাও ফিরে পাও সে উষ্ণ আলোড়ন
ভেবে নাও ভেবে নাও আমি সেই আশ্রয়
মেনে নাও নাও তুমি আজ অসহায়
দিন যত দুঃখ তত
ভালোবাসি শত শত
দিন যত দুঃখ তত
ভালোবাসি শত শত
যেতে দাও যেতে দাও স্তব্ধতার আড়ালে
কেড়ে নাও কেড়ে নাও সুখ নর্তকী সেজে
চলে যাও চলে যাও দিন রাত্রির সীমানায়
পেতে দাও পেতে দাও সুখ নিশ্বাস এবেলায়
ছুঁয়ে দাও ছুঁয়ে দাও রক্তাক্ত এ অদর
খুঁজে নাও খুঁজে নাও কামনার রং
ভেসে যাও ভেসে যাও বন্য এক সুখে
ছেঁড়ে দাও ছেঁড়ে দাও এ নষ্ট আমাকে
দিন যত দুঃখ তত
ভালোবাসি শত শত
দিন যত দুঃখ তত
ভালোবাসি শত শত
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)