VIKINGS
তুমি কথা দাও | Tumi Kotha Dao - Vikings | Lyrics
জীবনের সবটুকু ভুল শুদ্রে নিয়ে
একে একে এই আমি খাটি হতে চাই
জীবনের ব্যর্থতা সব খত গুলো গুছিয়ে
পরিপুর্ন মানুষ হতে চাই
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমায়
দিন বদলের শেষে চেয়ে দেখি
এখনো এই আমি একাকী বসে আছি
দিন বদলের শেষে চেয়ে দেখি
এখনো এই আমি একাকী বসে আছি
ভালোবাসা স্বপ্নরা চেয়ে আছে তোমার পানে
পরিশুদ্ধ মানুষ হতে চাই
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমায়
ফেলে আসা দিন গুলো পিছু ডাকে
আবেগি সপ্নরা এখনো কেদে ওঠে
ফেলে আসা দিন গুলো পিছু ডাকে
আবেগি সপ্নরা এখনো কেদে ওঠে
ভালোবাসা স্বপ্নরা চেয়ে আছে তোমার পানে
পরিশুদ্ধ মানুষ হতে চাই
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমায়
আমি সব কিছু যাবো ভুলে
Posted: Saturday, December 2, 2017
একে একে এই আমি খাটি হতে চাই
জীবনের ব্যর্থতা সব খত গুলো গুছিয়ে
পরিপুর্ন মানুষ হতে চাই
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমায়
দিন বদলের শেষে চেয়ে দেখি
এখনো এই আমি একাকী বসে আছি
দিন বদলের শেষে চেয়ে দেখি
এখনো এই আমি একাকী বসে আছি
ভালোবাসা স্বপ্নরা চেয়ে আছে তোমার পানে
পরিশুদ্ধ মানুষ হতে চাই
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমায়
ফেলে আসা দিন গুলো পিছু ডাকে
আবেগি সপ্নরা এখনো কেদে ওঠে
ফেলে আসা দিন গুলো পিছু ডাকে
আবেগি সপ্নরা এখনো কেদে ওঠে
ভালোবাসা স্বপ্নরা চেয়ে আছে তোমার পানে
পরিশুদ্ধ মানুষ হতে চাই
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমি সব কিছু যাবো ভুলে
তুমি কথা দাও আমায়
আমি সব কিছু যাবো ভুলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)