Mixed - Band
দরকার নাই | Dorkar Nai - Naxal | Lyrics
#Song: Dorkar Nai
#Album:
#Band: Naxal
#Lyrics-
গোল এই গ্রহটার একি হাল
জগাখিচুড়িরর চাল
ময়লা মেঘের পাল
শুকনো সময় ডাল
নদী নালা খাল বিল
বিষে ভরা বান্ডিল
উড়ছে অবাক চিল
শূণ্য মাছের ঝিল
লাগবে না তোর ইকোসিস্টেম
নষ্ট করবো আরও দাও যত ব্লেইম
আমার দরকার নাই তোর প্রকৃতির দান
আমার ফরমালিন আছে নাই সম্মান
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
নাগরিক হৈ চৈ রৈ রৈ
টাকা সব গেল কই
কালো বেড়ালের পেটে
খৈ ফাটে টৈ টৈ
হরতালে টুকিটাকি
ককটেল ফাটাফাটি
গনতন্ত্রের নামে হিংস্র রাজনীতি
লাগবে না তোর নেতারূপী চোর
স্বপ্ন দেখানো সব ঘুম ভাঙ্গা ভোর
আমার দরকার নাই তোর মানবতাবোধ
বা খুনিদের বাঁচাতে ধার্মিক ক্রোধ
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
নাউ সস্তা কলরেটের নিশাচর লাভ
বাট রাত পোহালেই শিট পুরোটাই ব্লাফ হেই
নাউ সস্তা কলরেটের নিশাচর লাভ
বাট রাত পোহালেই শিট পুরোটাই ব্লাফ
দেখো একজোড়া জুলিয়েট তিন জোড়া রোমিও
হিসাব করিয়া নিয়া সকলেই থামিও
লাগবেনা তোর সেই পুরাতন প্রেম
যেথা দুজনে মিলে বাঁধতো জীবনের ফ্রেম
আমার দরকার নাই
আমার দরকার নাই তোর ভালোবাসা
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
কাঁটা তারে তারে খণ্ড মাটি নিয়ে দ্বন্দ্ব
উদার ধরণী তলে রক্তের গন্ধ
কাঁটা তারে তারে খণ্ড মাটি নিয়ে দ্বন্দ্ব
উদার ধরণী তলে রক্তের গন্ধ
অন্যায় অবিচার ধর্ষন ব্যভিচার
বিবেক টা লকারে তালা মারা অধিকার
লাগবেনা যুক্তি বা শান্তি চুক্তি
মানুষ মরুক, মানুষ মরুক
আমার মৃত্যুই মুক্তি
আমি কি করবো
জোনাকির আলোয় এই আঁধারে?
ক্ষীণ আলোর এ আশা আমার লাগবে না
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
Posted: Friday, December 8, 2017
#Album:
#Band: Naxal
#Lyrics-
গোল এই গ্রহটার একি হাল
জগাখিচুড়িরর চাল
ময়লা মেঘের পাল
শুকনো সময় ডাল
নদী নালা খাল বিল
বিষে ভরা বান্ডিল
উড়ছে অবাক চিল
শূণ্য মাছের ঝিল
লাগবে না তোর ইকোসিস্টেম
নষ্ট করবো আরও দাও যত ব্লেইম
আমার দরকার নাই তোর প্রকৃতির দান
আমার ফরমালিন আছে নাই সম্মান
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
নাগরিক হৈ চৈ রৈ রৈ
টাকা সব গেল কই
কালো বেড়ালের পেটে
খৈ ফাটে টৈ টৈ
হরতালে টুকিটাকি
ককটেল ফাটাফাটি
গনতন্ত্রের নামে হিংস্র রাজনীতি
লাগবে না তোর নেতারূপী চোর
স্বপ্ন দেখানো সব ঘুম ভাঙ্গা ভোর
আমার দরকার নাই তোর মানবতাবোধ
বা খুনিদের বাঁচাতে ধার্মিক ক্রোধ
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
নাউ সস্তা কলরেটের নিশাচর লাভ
বাট রাত পোহালেই শিট পুরোটাই ব্লাফ হেই
নাউ সস্তা কলরেটের নিশাচর লাভ
বাট রাত পোহালেই শিট পুরোটাই ব্লাফ
দেখো একজোড়া জুলিয়েট তিন জোড়া রোমিও
হিসাব করিয়া নিয়া সকলেই থামিও
লাগবেনা তোর সেই পুরাতন প্রেম
যেথা দুজনে মিলে বাঁধতো জীবনের ফ্রেম
আমার দরকার নাই
আমার দরকার নাই তোর ভালোবাসা
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
কাঁটা তারে তারে খণ্ড মাটি নিয়ে দ্বন্দ্ব
উদার ধরণী তলে রক্তের গন্ধ
কাঁটা তারে তারে খণ্ড মাটি নিয়ে দ্বন্দ্ব
উদার ধরণী তলে রক্তের গন্ধ
অন্যায় অবিচার ধর্ষন ব্যভিচার
বিবেক টা লকারে তালা মারা অধিকার
লাগবেনা যুক্তি বা শান্তি চুক্তি
মানুষ মরুক, মানুষ মরুক
আমার মৃত্যুই মুক্তি
আমি কি করবো
জোনাকির আলোয় এই আঁধারে?
ক্ষীণ আলোর এ আশা আমার লাগবে না
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
আমার দরকার নাই আমার
আমার দরকার নাই
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)