Jagoroner Gaan
জয় বাংলা বলে আগে বাড়ো | Joy Bangla | Lyrics
আবারও ভোর আবারও অপেক্ষা
আবারও জেগে ওঠো এখনই সময়
আমার সোনার বাংলাদেশ এগিয়েই যাবে
আবারও ঝাপ দিবে এ মন নির্ভয়
জানে এই পৃথিবী স্বাধীনতার ছবি
আঁকা আমাদেরই হাতে
দেখেছে এই দেশ নতুনের বেশ
শত আলো ভরা রাতে
তাই গর্জে উঠো আবারও
পেছন ফেলে সামনে বাড়ো
জয় বাংলা বলে আগে বাড়ো
সময়ের লাগাম ধরে সামনে বাড়ো
আমার দেশের মাটির মানুষ
পলি মাটির মন
অনেক আশার পথ চেয়ে
আছে সারাটা জীবন
দেবো না নিভতে ওদের আশার আলো
বুকের ভেতর তাই আলোর মশাল জ্বালো
তাই গর্জে উঠো আবারও
পেছন ফেলে সামনে বাড়ো
জয় বাংলা বলে আগে বাড়ো
সময়ের লাগাম ধরে সামনে বাড়ো
শোন একটি মজিবরের থেকে
লক্ষ মজিবরের কন্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রঙিন
বাংলাদেশ আমার বাংলাদেশ
"সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং
তোমাদের যা কিছু আছে
তাই নিয়ে প্রস্তুত থাকো
মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব
এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
জয় বাংলা"
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়
Posted: Saturday, December 9, 2017
আবারও জেগে ওঠো এখনই সময়
আমার সোনার বাংলাদেশ এগিয়েই যাবে
আবারও ঝাপ দিবে এ মন নির্ভয়
জানে এই পৃথিবী স্বাধীনতার ছবি
আঁকা আমাদেরই হাতে
দেখেছে এই দেশ নতুনের বেশ
শত আলো ভরা রাতে
তাই গর্জে উঠো আবারও
পেছন ফেলে সামনে বাড়ো
জয় বাংলা বলে আগে বাড়ো
সময়ের লাগাম ধরে সামনে বাড়ো
আমার দেশের মাটির মানুষ
পলি মাটির মন
অনেক আশার পথ চেয়ে
আছে সারাটা জীবন
দেবো না নিভতে ওদের আশার আলো
বুকের ভেতর তাই আলোর মশাল জ্বালো
তাই গর্জে উঠো আবারও
পেছন ফেলে সামনে বাড়ো
জয় বাংলা বলে আগে বাড়ো
সময়ের লাগাম ধরে সামনে বাড়ো
শোন একটি মজিবরের থেকে
লক্ষ মজিবরের কন্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রঙিন
বাংলাদেশ আমার বাংলাদেশ
"সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং
তোমাদের যা কিছু আছে
তাই নিয়ে প্রস্তুত থাকো
মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব
এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
জয় বাংলা"
জয় বাংলা বাংলার জয়
জয় বাংলা বাংলার জয়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)