STOIC BLISS
Chow Mei Fun - Stoic Bliss | Lyrics
আজ আপনাদের শুনাচ্ছি
অদ্ভুত একটা গান
মলে গিয়ে চটপটি খেতে খেতে
দেখা হয়ে গেলো সেই মেয়ের সাথে
গপ্প সপ্প করে তার নাম্বার নিয়ে
মিস কল দিতে দিতে গেলো হারিয়ে
পরে দেখা হলো মামার গায়ে হলুদে
পাশে গিয়ে বললাম আমার মনে কি আছে
পাশে সবাই গেয়ে দেখে ফোলা ফাদে
খালি অফ যায় এই প্রেমে গেলে
Posted: Saturday, December 9, 2017
অদ্ভুত একটা গান
মলে গিয়ে চটপটি খেতে খেতে
দেখা হয়ে গেলো সেই মেয়ের সাথে
গপ্প সপ্প করে তার নাম্বার নিয়ে
মিস কল দিতে দিতে গেলো হারিয়ে
পরে দেখা হলো মামার গায়ে হলুদে
পাশে গিয়ে বললাম আমার মনে কি আছে
পাশে সবাই গেয়ে দেখে ফোলা ফাদে
খালি অফ যায় এই প্রেমে গেলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)