ASHES
রূপকথা সে | Rupkotha Shey - Ashes | Lyrics
সারা আকাশ জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
সব জমে থাকা আঙুলে
খুব বেশি কী চেনা হয়েছিলো
রাগগুলো কী সুখী হয়েছিলো মন
মাঝে মাঝে মন কী যে চায়
মাঝে মাঝে রূপকথা সে
মাঝে মাঝে মন ফেরে না
জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
আবার
তবু চোখ ভেবে দেখেছে কী
রাগ ছিল ভুলটা
ঘুড়ি ওড়েনি আকাশ
নাকি ছুঁয়ে দাও
Posted: Sunday, December 10, 2017
কান্না গুলো রোদে পুড়ে যায়
সব জমে থাকা আঙুলে
খুব বেশি কী চেনা হয়েছিলো
রাগগুলো কী সুখী হয়েছিলো মন
মাঝে মাঝে মন কী যে চায়
মাঝে মাঝে রূপকথা সে
মাঝে মাঝে মন ফেরে না
জলে ভেসে যায়
কান্না গুলো রোদে পুড়ে যায়
আবার
তবু চোখ ভেবে দেখেছে কী
রাগ ছিল ভুলটা
ঘুড়ি ওড়েনি আকাশ
নাকি ছুঁয়ে দাও
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)